বাংলাদেশের সিরিজ জয়, কে হলো সিরিজ সেরা দেখুন এক নজরে

শেষটা ভালো হলো না বাংলাদেশের। এক ম্যাচ বাকি রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলা টাইগাররা পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে খেয়েছে হোঁচট। নিউজিল্যান্ডের কাছে ২৭ রানে হেরে শেষ করেছে ৩-২ ব্যবধানে।

তবে দলের দিনটা ভালো না গেলেও পুরো সিরিজ দুর্দান্ত কেটেছে নাসুম আহমেদের। যার সুবাদে সিরিজসেরার পুরস্কারটি উঠেছে বাঁহাতি এই স্পিনারেরই হাতে।সিরিজে সবমিলিয়ে ৮টি উইকেট শিকার করেছেন নাসুম। আজ (শুক্রবার) শেষ ম্যাচে ৩ ওভার হাত ঘুরিয়ে ২৫ রানে একটি উইকেট নেন এই স্পিনার।

তার আগে চার ম্যাচে নিয়েছেন ৭ উইকেট।প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৫ রান খরচায় ২টি উইকেট পান নাসুম। দ্বিতীয় ম্যাচে ১৭ রানে নেন একটি।

তৃতীয় টি-টোয়েন্টিতে উইকেট না পেলেও পরের ম্যাচে দেখা পান ক্যারিয়ারসেরা বোলিংয়ের। ওই ম্যাচে মাত্র ১০ রানে নাসুম শিকার করেন ৪টি উইকেট।

You May Also Like