সাকিবের রহস্যময় পোস্টে ফেসবুক তোলপাড়

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে চেনা ফর্মে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে কিছুটা কারিশমা দেখাতে পারলেও ব্যাট হাতে একেবারেই অনুজ্জ্বল তিনি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

কিউইদের বিপক্ষে ৪র্থ ওয়ানডেতেও পারফর্ম ভালো হয়নি সাকিবের। পর পর দুই ম্যাচে উইকেটশূন্য তিনি।
এরইমধ্যে জানা গেল, পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে খেলবেন না সাকিব। ৪র্থ ম্যাচে হাতের আঙুলের পুরোনো ব্যাথায় ফের চোট পেয়েছেন তিনি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

সেই চোটের কারণে এই ম্যাচটিতে খেলবেন না সাকিব-এমনটাই জানিয়েছে বিসিবি সূত্র।
এমন খবরে যখন দুশ্চিন্তায় পড়েছে সাকিবভক্তরা, তখন নিজের ফেসবুক পেজে রহস্যময় এক পোস্ট দিলেন সাকিব।
যা নিয়ে রীতিমতো তোলপাড় চলছে ক্রিকেটপ্রেমীদের মাঝে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। যেখানে দেখা গেছে, সাদা কেটস জুতা পরা দুই পায়ের ছবি। আলপনা খচিত সাদা রঙের টাইলসের ওপর দাঁড়িয়ে কেউ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

মানুষটি যে সাকিব নিজেই তা পোস্টের ক্যাপশনে স্পষ্ট করেছেন সাকিব। লিখেছেন, বুঝতে পারছি না, আমার জুতা বেশি সুন্দর নাকি ফ্লোর? আপনাদের কি মনে হয়?
ছবির তলায় জবাব পোস্ট করছেন সাকিবের ভক্ত-অনুরাগীরা। কেউ বলছেন ফ্লোর, কেউ বলছেন জুতা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

অনেকে দুটোই একই রঙের জানিয়ে বলেছেন, দুটোই সুন্দর।
তবে অনেকে উল্টো সাকিবকে প্রশ্ন ছুড়েছেন- জুতা বা টাইলসের বিজ্ঞাপন দিচ্ছেন নাকি?
রিজভি রাজ নামে একজন লিখেছেন, জুতাগুলো সুন্দর কিন্তু জুতার রঙ আর টাইলসের রঙ একই লাগছে। কোনটাই সুন্দর লাগছে না বস!

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আপেল মাহমুদ লিখেছেন, সাকিব ভাই যেহেতু জুতা পড়েছেন তাই জুতাই বেশি সুন্দর ✌️
শাখাওয়াত মিশু লিখেছেন, দুটোই ভালো লাগছে। তবে এ দুটো তুলনার রহস্য কি? সেটা জানা দরকার।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

মজার ছলে মারুফ ইসলাম ইফতি নামে একজন লিখেছেন, গত সপ্তাহে মসজিদ থেকে আমার এইরকম এক জোড়া জুতা চুরি হয়ে গিয়েছিল সাকিব ভাই…. ? নিজেরগুলো সাবধানে রাখবেন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ফারজানা লিখেছেন, বিজ্ঞাপনটা জুতার নাকি টাইলসের- কিছুদিন পর জানা যাবে ?
এভাবে পোস্টের ৩ ঘণ্টার মধ্যেই জমা পড়েছে ১৭ হাজার কমেন্ট। এক লাখ ২২ হাজার রিয়েক্ট জমা পড়েছে ইতোমধ্যে।

You May Also Like