নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচটি হয়ে উঠেছে শুধু মাত্র নিয়ম-রক্ষার ম্যাচ। আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। তবে ম্যাচটি বাংলাদেশের জন্য নিয়ম রক্ষার।





ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে এই টি-২০ সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। তাইতো আগামীকাল শেষ ম্যাচের একাদশে থাকছেন না একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। একাদশে আসতে পারে ৩টি পরিবর্তন। ইতিমধ্যেই সকালে জানা গিয়েছে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন না সাকিব আল হাসান।





এবার সেই খাতায় যোগ হয়েছেন মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন না তিনিও। জানা গেছে বায়োবাবল ছেড়ে বেরিয়ে গেছেন মুস্তাফিজুর রহমান। এদিকে খবর এসেছে শেষ ম্যাচে বিশ্রামে থাকতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন।





চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে আঙুলে ব্যথা পেয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। তাই বিশ্বকাপের আগে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মোস্তাফিজুর রহমান-এর পরিবর্তে একাদশে খেলবেন তাসকিন আহমেদ।





মোহাম্মদ সাইফুদ্দিন-এর পরিবর্তে একাদশে দেখা যাবে শরিফুল ইসলামকে। এছাড়াও একাদশে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। আগামীকাল মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।