নিজের বলে মোস্তাফিজের চোখ ধাঁধানো ক্যাচ (ভিডিও)

নিজের বলে চেষ্টায় এবার চোখ ধাঁধানো ক্যাচ নিলেন নিজের বোলিংয়ে। নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান ম্যাককনচি তার কাটারে আগেভাগে ব্যাট চালায়। টাইমিংয়ে গড়বড় করে ফিরতি ক্যাচ দেন ডানহাতি ব্যাটসম্যান। বল চলে যায় মোস্তাফিজের নাগালে।

বোলিংয়ের ফলো থ্রুতে বাঁ দিকে ঝাঁপিয়ে একহাতে বল তালুবন্দি করেন। মুহূর্তেই উৎসব বাংলাদেশ শিবিরে। দুর্দান্ত বোলিংয়ে মোস্তাফিজ গুঁড়িয়ে দিয়েছেন নিউ জিল্যান্ডের ব্যাটিং অর্ডার। ৩.৩ ওভারে ১২ রানে নিয়েছেন ৪ উইকেট। সব মিলিয়ে তার ইনিংসে ছিল ১৩ ডট বল।

এদিন মোস্তাফিজের সঙ্গে পাল্লা দিয়ে বোলিং করা নাসুম আহমেদেরও শিকার ৪ উইকেট। ৪ ওভারে ২ মেডেনে ১০ রানে নিয়েছেন ৪ উইকেট। ৯৩ রানে গুটিয়ে যাওয়া নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মত সিরিজ জিয়ের ইতিহাস গড়ে মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশ।

You May Also Like