ব্রেকিং নিউজঃ ইমরুলকে ফিরিয়ে দল ঘোষণা করল বিসিবি

মহামারির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল জাতীয় দলের হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) দল ও জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের কার্যক্রম। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এ মাসে এইচপি প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তরুণরা খেলবেন ‘এ’ দলের বিপক্ষে। গতমাসেই এইচপির বিশাল দল ঘোষণা করেছিল বিসিবি।

এবার ‘এ’ দলের স্কোয়াড প্রকাশ করল দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। যেখানে ডাক পেয়েছেন ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুনরা। ইমরুল অবশ্য খেলবেন শুধু সাদা বলের ক্রিকেটে। বাকি সবাই থাকবেন উভয় দলেই। ‘এ’ দলের বিপক্ষে এইচপি দল খেলবে ২ টি চারদিনের ম্যাচ ও ৩ টি ওয়ানডে ম্যাচ। সিরিজ শুরুর কথা ছিল ২ সেপ্টেম্বর।

তবে করোনার হানায় সেটি পিছিয়ে যায়। আগামী ১৬ সেপ্টেম্বর প্রথম চারদিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় চারদিনের ম্যাচ শুরু হবে ২৩ সেপ্টেম্বর। তিন ম্যাচের ওয়ানডব সিরিজি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ সেপ্টেম্বর, ২ ও ৪ অক্টোবর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ ‘এ’ দলঃ মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মোহাম্মদ মিঠুন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহি, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম ও ইমরুল কায়েস*।

এইচপি স্কোয়াড: তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৈহিদ হৃদয়, আনিসুল ইসলাম, ইমরানুজ্জামান ইমরান, আকবর আলী, মিনহাজুল আবেদীন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, রিশাদ হোসেন, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরি সাগর, রেজাউর রহমান রাজা ও রুহেল মিয়া

You May Also Like