দীর্ঘ সময় ঘরোয়া ক্রিকেটে আবাহনীর হয়ে খেলা মুশফিকুর রহিম আবাহনী ছেড়ে নিজেই যোগ দিয়ছেন মোহামেডানে। সেই সঙ্গে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজও।





সর্বশেষ ঘরোয়া ক্রিকেটে সাকিবকে দলে নেয় ঐতিহ্যবাহী মোহামেডানে। সাকিবকে দলে নেওয়ার পর আশা জুগিয়েও শিরোপা নিজেদের করতে পারেনি মোহামেডান। আসন্ন মৌসুমে মোহামেডানেই থাকবেন দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ।





দলকে শক্তিশালী করে তুলতে পঞ্চ-পাণ্ডবের আরও দুজনকে টানলো ঐতিহ্যবাহী এই ক্লাবটি। সেই সঙ্গে রয়েছেন মিরাজও। দলে তাদের অন্তর্ভুক্তির কথা নিশ্চিত করেছেন ক্লাবটির অন্যতম শীর্ষকর্তা মাসুদুজ্জামান।





এদিকে মুশফিকের মতো কার্যকরী খেলোয়াড়ের দল ছাড়ার কারণ ব্যাখ্যা করে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘মুশফিকের ধারাবাহিকভাবে ভাল খেলার সামর্থ্য অনেক বেশি। এ সময়ের অন্যতম সেরা ম্যাচ উইনার সে। কিন্তু আমরা তাকে রাখতে পারছি না। বলা চলে রাখা যায়নি। মুশফিক এরই মধ্যে মোহামেডানে চলে গেছে। শুধু দলবদলের আনুষ্ঠানিকতাটুকু বাকি।’