কাতার বিশ্বকাপ ২০২২ এর বাছাইপর্বের ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। যা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফিফা। বিশ্বকাপ বাছাইয়ের মতো এমন গুরুত্বপূর্ণ একটি খেলা চলাকালীন স্বাস্থ্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেভাবে মাঠে ঢুকে কিছু খেলোয়াড়কে বের করে আনার চেষ্টা করেছেন, সেটিকে ‘পাগলাটে’ বলে বর্ণনা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।





ব্রাজিলের সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনার রবিবার দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইটি নির্ধারিত সময়েই শুরু হয়েছিল। কিন্তু পাঁচ মিনিট পরই ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপে শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় ম্যাচ। আগে থেকেই আর্জেন্টিনার চার খেলোয়াড় কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙেছে বলে গণমাধ্যমে খবর আসে।





ম্যাচটি শুরুর ঘণ্টাখানেক আগেও রয়টার্সসহ কয়েকটি সংবাদমাধ্যমে জানানো হয়, ওই চার জনকে হোটেলে আইসোলেশনে থাকতে বলেছে স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে দলটির একাদশে দেখা যায় তাদের তিন জনকে- অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো।





ম্যাচের পঞ্চম মিনিটে মাঠে প্রবেশ করেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। তাদের অভিযোগের পর মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যায় সফরকারীরা। ফিফা জানিয়েছে, তারা ম্যাচ রেফারির প্রতিবেদন হাতে পেয়েছে এবং আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে। সেসব বিশ্লেষণ করে সম্ভাব্য ব্যবস্থা নেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা।





ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় সোমবার এক ভিডিও বক্তৃতায় ফিফা সভাপতি বলেন, “দক্ষিণ আমেরিকার সবচেয়ে গৌরবময় দুটি দল ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচে কী ঘটেছে, তা আমরা দেখেছি। কিছু কর্মকর্তা, পুলিশ, নিরাপত্তা কর্মীরা কিছু খেলোয়াড়কে তুলে আনার জন্য খেলা শুরুর কয়েক মিনিট পরই মাঠে ঢুকে পড়ে- এটি পাগলাটে ঘটনা।”