ব্রেকিং নিউজ: দলে ফিরলেন অবহেলিত ক্রিকেটার ইমরুল কায়েস

শেষমেস দলে ফিরেছেন বাংলাদেশের সবচেয়ে অবহেলিত ব্যাটসম্যান ইমরুল কায়েস। শুধু ইমরুল নয়, বোর্ডের চুক্তি থেকে সম্প্রতি বাদ পড়া মিঠুনকে নিয়েও এবার দল ঘোষণা করেছে বাংলদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দল থেকে সদ্য বাদ পড়া ও টেস্ট ক্রিকেটে নিয়িমিত পারফর্ম করছেন এমন সব ক্রিকেটারদের পরিচর্যা টিকিয়ে রাখতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেননা সাদা পোশাকের ম্যাচ লম্বা সময় ধরে না থাকার কারনে ক্রিকেটারদের ফিটনেস কিংবা স্কিল ধরে রাখা বেশ কঠিন হয়ে যাবার কারনে প্রভাব পড়তে পারে পারফরম্যান্সে। তাই এক্ষেত্রে ক্রিকেটারদের সাহায্য করতে ম্যাচের আয়োজন করেছে বিসিবি।

বাংলাদেশ দলের ভবিষ্যৎ কাণ্ডারি অর্থাৎ বয়সভিত্তিক ক্রিকেট মাতানো ক্রিকেটারদের নিয়ে নিয়ে গঠন করা ‘এইচপি দল’ এবং টেস্টে পারফর্ম করা ও সদ্য দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে গঠন করা হয়েছে ‘এ’ দল। যেখানে ‘এ’ দলের হয়ে সুযোগ পেয়েছেন আলোচিত ব্যাটসম্যান ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুনরা।

বিসিবির তরফ থেকে ঘোষণা করা ‘এ’ দলে রয়েছেন টেস্টের ধারাবাহিক পারফর্মার মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, আবু জায়েদ রাহীরা। এছাড়া ঘরোয়া ক্রিকেট মাতানো কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুরের মত ক্রিকেটারদেরও ঠাই মিলেছে এই স্কোয়াডে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ‘এ’ দল বনাম এইচপি দলের মধ্যে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে এবং দুইটি চারদিনের ম্যাচ। এর আগে ঘোষণা করা হয়েছিলো এইচপি দলও।

চারদিনের ম্যাচের সূচি:প্রথম চারদিনের ম্যাচ- ১৬ থেকে ১৯ সেপ্টেম্বরদ্বিতীয় চারদিনের ম্যাচ-২৩ থেকে ২৭ সেপ্টেম্বর
ওয়ানডে সিরিজের সূচি:প্রথম ওয়ানডে- ৩০ সেপ্টেম্বরদ্বিতীয় ওয়ানডে- ২ অক্টোবরতৃতীয় ওয়ানডে- ৪ অক্টোবর।

একনজরে ‘এ’ দলের স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ মিঠুন, ইরফান সুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহী, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস (শুধু ওয়ানডে সিরিজ)।

এক নজরে দেখে নেয়া যাক বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াড:

ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম।উইকেট কিপার: ইমরান উজ জামান, আকবর আলী।

স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদন, তানভীর ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন।পেসার: শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।

You May Also Like