ব্যাটিংয়ে হতাশ, যাকে দুষলেন ডোমিঙ্গো

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ৩য় টি-২০ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। শেরে বাংলার ধীরগতির উইকেটে তেড়েফুড়ে খেলা মানেই বিপদ ডেকে আনা। সেটা জেনেও যেন অবুঝের মতো আচরণ করলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। তেড়েফুড়ে খেলতে গিয়ে ১২৯ রানও তাড়া করতে পারলেন না তারা। অলআউট হতে হলো মাত্র ৭৬ রানে।

পাড়ার ও গলির অবুঝ কিশোর থেকে শুরু করে বোদ্ধা বিশেষজ্ঞ- সবাই মানছেন, মন্থর গতির ও নিচু বাউন্সের পিচে আজ বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ ঠিক ছিল না। কিন্তু বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো তা মনে করছেন না।

তিনি বলেন, ‘আমার মনে হয় না ব্যাটিং অ্যাপ্রোচে কোনো সমস্যা ছিল। আমরা চেষ্টা করেছি যাতে রানরেটে এগিয়ে থাকতে পারি। কারণ রানরেটে পিছিয়ে পড়লে সেটা ধরা কঠিন। আমরা তাই দারুণ ইতিবাচকভাবেই শুরু করতে চেয়েছি।’

কিন্তু এক ধাক্কায় কয়েকটি উইকেট হারিয়ে ফেলায় রানের পেছনে ছোটা সম্ভব হয়নি, মনে করছেন টাইগার কোচ। তার ভাষায়, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ফেলি এক ঝটকায়। নতুন ব্যাটসম্যানের উইকেটে এসেই খেলা কঠিন ছিল। এটাই মনে হয় মূল কারণ। ভালো একটা শুরুর পর ৪-৫ ওভারের মধ্যে ৪-৫টি উইকেট হারিয়ে ফেলি আমরা। তাতেই বড় ধাক্কা খাই।’

লক্ষ্য যেমন ছিল, আগের দিনের মতো সন্ধ্যার পর উইকেটের চরিত্র পাল্টে গেলে সহজেই তাড়া করা যেতো, মনে করছেন ডোমিঙ্গো। কিন্তু তার দাবি, আজ তেমন হয়নি।

টাইগার কোচ বলেন, ‘এটা গড়পড়তা স্কোর ছিল। আমরা আশা করেছিলাম, আগের দিনের মতো রাতে বল স্কিড করবে। উইকেটের আচরণ কিছুটা ভালো হবে। সেটা হয়নি। বরং আরও খারাপ হয়েছে। দুই ওভারে ২০ তোলার পর আমাদের ১১০-এর মতো লাগতো। খেলাটা যেভাবে শেষ হয়েছে খুব হতাশ। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যাই আমরা।’

You May Also Like