ব্যাট হাতে রান করেই ট্রলের জবাব দিতে চান মোহাম্মদ মিঠুন

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রল শিকার হচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। ‌ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে ১০ টি টেস্ট ৩৪ টি ওয়ানডে এবং ১৭ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোহাম্মদ মিঠুন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ক্যারিয়ারে এখনো পর্যন্ত কোন ফরম্যাটের সেঞ্চুরির দেখা না পেলেও টেস্ট ক্রিকেটে দুইটি এবং ওয়ানডে ক্রিকেটে ছয় টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তবে বর্তমান সময়ে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারছেন না মোহাম্মদ মিঠুন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে ব্যাট হাতে সমালোচকদের দ্রুতই জবাব দিতে চান তিনি। ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান বলেন,.

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

“মানুষ যখন আপনাকে রসিকতায় পরিণত করার চেষ্টা করে তখন এটি অপমানজনক। প্রথমত, কারোরই এটি করার অধিকার নেই। আপনি একজন মানুষ হিসেবে এমন আচরণের যোগ্য নন। আমি শুধু একজন জাতীয় ক্রিকেটারের কথা বলছি না”।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

“এটি সবার জন্য প্রযোজ্য। আপনার জীবনের উপর আপনার নিয়ন্ত্রণ আছে এবং আপনার পরিবারের সদস্যরা ছাড়া অন্য কারও কিছু বলা উচিত নয়। দ্বিতীয়ত, আসলে আমাদের অভ্যাসই এমন হয়ে গেছে এবং এগুলো পরিবর্তনও হচ্ছে না।”

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

“এখানেই আমার ক্যারিয়ারের শেষ নয়, এবং আমার অনেক বেশি বয়সও হয়নি। যখন একজন খেলোয়াড় ভালো করতে পারবে না সে দল থেকে বাদ পড়বে, এটি খুবই স্বাভাবিক। আমি আগেও দল থেকে বাদ পড়েছি। তাই আমাকে খুঁজতে হবে আরও ভালো একজন খেলোয়াড় হয়ে কীভাবে দলে ফেরা যায়।”

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

“অধারাবাহিক হয়ে খেলার চেয়ে আমি একজন ভালো ব্যাটসম্যান হিসেবে দলে ফিরতে চাই যে দলকে ভালো কিছু দিতে পারবে। আমি সবসময়ই বাংলাদেশের পক্ষে ভালো খেলতে চাই কিন্তু সবসময় হয়তো সেটা বাস্তবায়ন হয় না। আপনি ভালো খেললেই মানুষ আপনার প্রশংসা করবে, খারাপ করলেই দল থেকে বাদ পড়বেন। খুবই স্বাভাবিক ব্যাপার।”

You May Also Like