মেসি, নেইমার, রোনালদোর মাসিক বেতনের তালিকা প্রকাশ

সর্বকালের সেরা ফুটবলার হলেন লিওলেন মেসি। বর্তমানে পিএসজির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বর্তমান সময়ে সবচেয়ে বেশি আয় করা ফুটবলার হচ্ছেন ৬ বারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টাইন এই অধিনায়ক তার আগের ক্লাব বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে যোগ দিলেও সেখানেও তিনি সর্বোচ্চ বেতন ভুক্ত ফুটবলার হিসেবেই রয়েছেন।

সাবেক এই বার্সেলোনা তারকা তার ক্লাব বার্সেলোনার সাথে নতুন চুক্তিতে বেতন কমিয়ে প্রায় অর্ধেক করতে চেয়েছিল কিন্তু লালীগার শর্ত ও ঝামেলার কারনে শেষ পর্যন্ত বাধ্য হয়েই ক্লাব ছাড়তে হয় লিওনেল মেসি কে।

বার্সেলোনা থাকাকালীন সময়ে সর্বোচ্চ বেতনভুক্ত থাকা মেসি এখন প্যারিসেও সর্বোচ্চ বেতন ভুক্ত খেলোয়ারই রয়েছেন। কর বাদ দেয়ার পর আর্জেন্টাইন এই তারকা ফুটবলার সাপ্তাহিক বেতন হিসেবে পাবে প্রায় ৯ লক্ষ ৬০ হাজার পাউন্ড যা বাংলাদেশী টাকায় হবে প্রায় ১১ কোটি ৪ লক্ষ টাকার মত। তার বাৎসরিক বেতন হচ্ছে প্রায় ৪১ মিলিয়ন যা বাংলাদেশী টাকায় হবে ৪৭১ কোটি ৫০ লক্ষ টাকার সম পরিমান।

মেসির পরের অবস্থানে আছে তার প্রতিদ্বন্দ্বী ও তার চেয়ে একটি কম মোট ৫ বারের ব্যালন ডি অর জয়ী খেলোয়ার রোনালদো। সাপ্তাহিক ৯ লাখ পাউন্ডে তিনি বছরে আয় করেন ৩৫ মিলিয়ন পাউন্ড যা বাংলাদেশী টাকায় প্রায় ৪০২ কোটি ৫০ লাখ টাকা।

এরপরের অবস্থানে আছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। পিএসজি তে সাপ্তাহিক ৬ লাখ পাউন্ডে বছরে ৩০ মিলিয়নের বেশি আয় করে নেইমার যা বাংলাদেশী টাকায় প্রায় ৩৫৬ কোটি ৫০ লাখ টাকার সম পরিমান।

নেইমারের পরে আছে আতলেটিকো মাদ্রিদের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ। সপ্তাহে ৫ লাখ ৭৫ হাজার পাউন্ড তার বেতন তাতে বছর শেষে তার আয় ২৯ মিলিয়ন বা বাংলাদেশী টাকায় প্রায় ৩৪৩ কোটি ৮৫ লাখ টাকা।

এরপরের অবস্থানে আছে বার্সেলোনার ফুটবলার গ্রিজম্যান। সুয়ারেজের সমান বেতন তার। সেই হিসেবে বছরে তার আয় সুয়ারেজেরই সমান।

You May Also Like