ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব আর্সেনাল প্রথম ম্যাচে ৭৪ বছর পর লিগে ফেরা ব্রেন্টফোর্ডের কাছে হারের পর এবার ঘরের মাঠে চেলসির কাছে হেরে আরও বড় লজ্জার রেকর্ডও গড়লো দলটি!





ইংল্যান্ডের ঘরোয়া লিগে শীর্ষ চার পর্যায়ে খেলার পর নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো আসরের প্রথম টানা দুই ম্যাচ হার নিয়ে মাঠে ছাড়লো গানাররা।
অন্যদিকে, প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত জয় তুলে নিয়ে টানা দুই ম্যাচ জিতে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে উঠে গেল ইউরোপ চ্যাম্পিয়ন চেলসি।





আজ রবিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগে স্বাগতিক আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। গোল দুটি করেছেন রোমেলু লুকাকু ও
রিচ জেমস।





এই জয়ে শতভাগ জয়ে লিভারপুলের সমান ছয় পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে উঠে আসলো চেলসি। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল।
অন্যদিকে, টানা দুই হারে ১৯৯২ সালের পর প্রথবার ইংল্যান্ডের শীর্ষ লীগে দুই ম্যাচ পরও রেলিগেশন জোনে থাকার লজ্জা আর্সেনালের।
Job done! 👌 pic.twitter.com/GRJCJHqIoj
— Chelsea FC (@ChelseaFC) August 22, 2021