বাংলাদেশের বিপক্ষে বল হাতে হ্যাটট্রিক করা নাথান এলসিরে কপাল খুলেছে এক সিরিজের মধ্য দিয়েই। বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে তিনি জায়গা পেয়েছেন আইপিএলে। তারচেয়ে বড় সুখবর হলো, আসন্ন টি-২০ বিশ্বকাপের দলেও ব্যাকআপ প্লেয়ার হিসেবে তাকে রাখা হয়েছে অস্ট্রেলিয়া দলে।





বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে অস্ট্রেলিয়া দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার না আসায় বাড়তি সুযোগ ছিলো তরুণ ক্রিকেটারদের জন্য। সেই সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন পেসার নাথান এলিস।





বাংলাদেশের বিপক্ষে পারফর্ম করে এলিস নজর কেড়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর। যেখানে তিন দল তাকে নেয়ার জন্য চেষ্টা চালিয়ে যায়। শেষ পর্যন্ত অবশ্য প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস তাকে দলে ভিড়িয়েছে।





আইপিএলের ১৪তম আসরের বাকি অংশ হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আইপিএলের এই অংশে খেলার জন্য অন্যান্য দেশের ক্রিকেটারদের অনুমতিও মিলেছে ইতোমধ্যেই। তবে অস্ট্রেলিয়ার গণমাধ্যমে খবরে বলা হয় আইপিএলের এই সময়টাতে ইনজুরির কারনে খেলতে পারবেন না ঝাই রিচার্ডসন এবং রাইলি মেরিডিথ। ফলে বিকল্প হিসেবে এলিসকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস।





পাঞ্জাবের পক্ষ থেকে এলিসকে দলে নেয়ার ব্যাপারে জানানো হয়, ‘’আমরা গতকাল (১৮ আগস্ট) পর্যন্ত ঝাই রিচার্ডসন এবং রাইলি মেরিডিথের ফিটনেস সম্পর্কে জানতাম না। তারা আইপিএলের অংশ হতে পারে না, ক্রিকেট অস্ট্রেলিয়া সংবাদ সম্মেলনের পরই তা প্রকাশ করা হয়। আমরা এলিসকে বদলি খেলোয়াড় হিসেবে দলে নিয়েছি। আমরা কিছু খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করছি। প্রধান কোচ অনিল কুম্বলে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন।‘’





উল্লেখ্য, আইপিএলের এবারের আসরের বাকি অংশ শুরু হতে যাচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর। সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আয়োজন করা হচ্ছে ভারতের কোভিড পরিস্থিত অবনতি হওয়ার কারনে। এর আগে গত আসরও অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের মাটিতেই। তবে ১৪তম আসর বায়ো বাবলের মধ্যে থেকে শুরু করলেও তা ভেঙে ক্রিকেটাররা আক্রান্ত হওয়া শুরু করলে আইপিএল স্থগিত হয়ে যায়।