নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওপেনিংয়ে লিটন দাস এবং নাঈম শেখকে দেখতে চাই : আশরাফুল

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই এই সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না ওপেনার ব্যাটসম্যান লিটন দাস।

যার কারণে এই দুই সিরিজে ওপেনিংয়ে নাঈম শেখের সাথে দেখা গিয়েছে সৌম্য সরকারকে। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন সৌম্য সরকার কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একদমই বাজে পারফরম্যান্স করেছেন তিনি।

যার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার ওপেনিংয়ে থাকা নিয়ে উঠছে প্রশ্ন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ওপেনার হিসেবে আছেন নাঈম শেখ, সৌম্য সরকার এবং লিটন দাস।

যেহেতু সৌম্য সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনিংয়ে ব্যর্থ হয়েছেন তাই তার পরিবর্তে ওপেনিংয়ে নাঈম শেখের সাথে লিটন দাসকে দেখতে চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। নিজের ইউটিউব চ্যানেলে মোহাম্মদ আশরাফুল বলেন,

“আমার খেলার অভিজ্ঞতা থেকে যা মনে হয় শুরুতেই প্রথম দুই ম্যাচে নাঈম শেখের সাথে ওপেনিংয়ে লিটন দাসকে দেখতে চাই! যেহেতু তিনি (লিটন দাস) জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ছিলেন না। সৌম্য সরকারকে প্রথম দুই ম্যাচে ব্রেক দেওয়াই আমি মনে করি। প্রথম দুই ম্যাচে ওপেনিং থেকে যদি দুই ওপেনার নাঈম শেখ এবং লিটন দাসের মধ্য থেকে কেউ ব্যর্থ হয় তাহলে সেখানে আমি সৌম্য সরকারকে দেখতে চাই।

“আমাদের এই কালচার থেকে বের হয়ে আসতে হবে যেহেতু দলে তিনজন ওপেনার আছে তাদের সবাইকেই খেলাতে হবে এমন নয়। তাদের দলে নেয়া হয়েছে ওপেনার হিসেবে। তারা দুইজন খেলবেন এবং একজন বিশ্রামে থাকবেন। যদি কেউ ব্যর্থ হয় তাহলে তার জায়গায় আরেকজন ঢুকবেন। এইভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমার কাছে মনে হয় আমাদের ক্রিকেট এগোবে”।

You May Also Like