Ban vs Nz : বাংলাদেশকে হারাতে যে মহা পরিকল্পনা সাজাচ্ছে নিউজিল্যান্ড

বাংলাদেশ সফরে নাস্তানাবুদ হয়ে ৪-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড সেই মাঠেই খেলবে আগামী মাসে। অস্ট্রেলিয়াকে দেখে তাই নিউজিল্যান্ড শুরু থেকেই ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছে নিউজিল্যান্ড।আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের নিউজিল্যান্ড স্কোয়াডের কোনো খেলোয়াড় আসছেন না বাংলাদেশ সফরে।

এক তরুণ দল নিয়েই বাংলাদেশে আসবেন টম ল্যাথাম।এই দলে আছেন ২০১৬ সালে বাংলাদেশে অনূর্ধ্ব বিশ্বকাপ খেলা রাচিন রবীন্দ্রসহ একাধিক খেলোয়াড়। নিউজিল্যান্ডের তুলনায় বাংলাদেশের আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন, তাই কিউইরা সতর্ক আগে থেকেই।যুবদলের পক্ষে বাংলাদেশ সফর করা রবীন্দ্র বাংলাদেশের উইকেট সম্পর্কে ভালোই জানেন। বাংলাদেশের আবহাওয়া ও খাদ্যাভাস সম্পর্কেও ধারণা আছে তার।

যুবদলের সফরে অর্জন করা সেই অভিজ্ঞা এবার নিংড়ে দিতে চান তিনি।বাংলাদেশ সফর সম্পর্কে রবীন্দ্র বলেন, ‘সে এক অন্যরকম অভিজ্ঞতা ছিল। আমরা আগে সংযুক্ত আরব আমিরাতেও খেলেছি কিন্তু বাংলাদেশের পরিস্থিতি অনেক ভিন্ন ছিল।সেখানের উইকেটে বল টার্ন করে, মন্থর উইকেট হয় এবং সত্যি বলতে আমরা নিজেদের খুব একটা মেলে ধরতে পারি না।

এসব আমাকে অনেক কিছু শিখিয়েছিল এবং এই অভিজ্ঞতা আমাকে এবার সহায়তা করবে, এমনকি আবহাওয়া কেমন হবে ও কেমন খাবার খেতে পারব এসবও।’এই মাসের প্রথম সপ্তাহেই টাইগারদের কাছে ধরাশয়ী হয়েছে অস্ট্রেলিয়া। মিরপুরের মন্থর উইকেটে রান তুলতে নাভিশ্বাস উঠেছে অজিদের। তারা সিরিজও হারে ৪-১ ব্যবধানে। অস্ট্রেলিয়ার সেই শিক্ষা দেখেই প্রথম থেকেই সতর্ক হচ্ছে নিউজিল্যান্ড।

রবীন্দ্র বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ দেখে বুঝেছি সেখানে টি-টোয়েন্টি সংস্করণে বিপরীত চিত্র দেখা যাবে। হয়তো ১৩০ থেকে ১৪০ রান হবে গড় স্কোর। অর্থাৎ সেখানে ভালো করতে হলে আমাদের ভিন্ন পরিকল্পনা করতে হবে। তবে ওই ভিন্ন কন্ডিশনে মানিয়ে নেওয়া ও কিছু শিখতে পারা রোমাঞ্চকর হবে।’

You May Also Like