তালেবানরা যখন দেশ দখল করছে, রশিদ খান তখন প্রকাশ করেছিলেন গভীর উদ্বেগ। একের পর এক টুইট, বিমর্ষ চেহারা- সবকিছুই জানান দিচ্ছিল, তালেবানদের শাসন পছন্দ হচ্ছে না রশিদের। দ্য হান্ড্রেডে নিজের শেষ ম্যাচে গালে আফগান পতাকা এঁকে খেলতে নামেন রশিদ।





তবে তালেবানরা ক্রিকেটে নেতিবাচক প্রভাব না ফেলার প্রতিশ্রুতি দেওয়ার পর বদলে গেছে রশিদের সুর। আফগান লেগ স্পিনার জানিয়েছেন, তালেবানরা ক্রিকেট ভালোবাসেন, তাই আফগানিস্তানের ক্রিকেটে কোনো অশনিসংকেতও দেখছেন না। অস্ট্রেলিয়ার এসইএন রেডিওকে রশিদ বলেন, ‘তালেবানদের কারণে ক্রিকেটের ওপর খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে না। দেশের সবাই ক্রিকেটকে ভালোবাসে।





ক্রিকেট তারা পছন্দ করে, ক্রিকেটারদের পাশে থাকে। এটা দারুণ।’ দ্য হান্ড্রেডে খেলতে রশিদের বর্তমান অবস্থান ইংল্যান্ডে। দ্য হান্ড্রেডে খেলা চলাকালে আফগানিস্তানে থাকা পরিবারের সদস্যদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। তালেবানরা দেশ দখলের পর রশিদের ট্রেডমার্ক উইকেট উদযাপনও উধাও হয়ে গিয়েছিল। তবে সাম্প্রতিক একাধিক সাক্ষাৎকারে তালেবান নেতারা জানিয়েছেন, ক্রিকেট নিয়ে তাদের কোনো সমস্যা নেই।





বরং তালেবানরাই আফগান মাটিতে ক্রিকেট এনেছিল দাবি করে ক্রিকেটের মান সমুন্নত রাখার ঘোষণা দিয়েছেন তারা। রশিদকে স্বস্তি দিয়েছে এসব সাক্ষাৎকারই। তালেবানরা ক্রিকেট নিয়ে দেওয়া তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন- এমন প্রত্যাশা ব্যক্ত করে তাই সুর বদলাতে বাধ্য হলেন রশিদ। তিনি বলেন, ‘গত কয়েকদিন তালেবানদের কিছু সাক্ষাৎকার দেখেছি। খেলা নিয়ে তারা কথা বলেছেন, জানিয়েছেন তাদের কোনো সমস্যা নেই।





তারা খেলোয়াড়দের বিশ্বজুড়ে খেলতে দেখতে পছন্দ করেন, ক্রিকেটকে ভালোবাসেন। এই মুহূর্তে ক্রিকেটে তালেবানরা কোনো সমস্যা দেখছেন না।’