PSG Squad: রেইমসের বিপক্ষে মেসিকে নিয়ে শক্তিশালী একাদশ ঘোষণা করলো পিএসজি

ফ্রেঞ্চ লীগ ওয়ানে ৪র্থ রাউন্ডের ম্যাচে আগামী ৩০ তারিখ রাত ১২.৪৫ টায় স্টেট আউগুস্তে দেলাউন স্টেডিয়ামে রেইমসের মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জার্মেইন। আর সেই ম্যাচের মধ্যে দিয়ে অবসান হবে অপেক্ষার, সেদিন মাঠে দেখা যাবে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি কে। মেসির পাশাপাশি সেদিন পিএসজির হয়ে এই সিজনে প্রথমবার মাঠে নামবে নেইমারও।

আগস্টের ১০ তারিখ পিএসজির হয়ে চুক্তি করার পর পিএসজি ম্যাচ খেলেছে দুই টি। দুই ম্যাচেই জয় পেয়েছে ৪-২ ব্যবধানে। তবে পিএসজি জিতলেও প্রতিক্ষা যেন ফুরোলো না ভক্তদের। এই দুই ম্যাচের প্রথম ম্যাচে মেসিকে মাঠে এনে পরিচিত করানো হলেও সেই ম্যাচে খেলেন নি তিনি, তবে গ্যালারি তে বসে ম্যাচ উপভোগ করেছেন তিনি ও নেইমার।

তবে গতকাল ম্যাচেই ছিল না মেসি। ছুটি কাটাতে বার্সেলোনা ফিরেছেন এই ৬ বারের ব্যালন ডি অর জয়ী সুপারস্টার। ছুটি কাটিয়ে শীঘ্রই দলের সাথে ফিরবেন মেসি। এরপর আগামী ৩০ তারিখ রেইমসের বিপক্ষে মাঠে নামবেন এই তারকা ফুটবলার।

রেইমসের বিপক্ষে মাঠে নামলেও সেদিন প্রথম একাদশে মেসির থাকার সম্ভবনা একেবারেই কম। সাধারণত দেখা যায় যখন কোন ফুটবলার ক্লাব বদল করে নতুন ক্লাবে যায় তখন সেখানে প্রথম ম্যাচে বদলী খেলোয়ার হিসেবেই নামে। সেরকম টা মেসির সাথেও ঘটার সম্ভবনাই বেশি। তবে যদি তাকে নামানোও হয় তবে অবাক হওয়ার কিছু নেই, তবে সেই সম্ভবনা খুব কম। মেসি না থাকলেও একাদশে থাকবে নেইমার তবে ইঞ্জুরির জন্য এদিনও থাকবে না সার্জিও রামোস।

চলুন দেখে নেই যেমন হতে পারে রেইমসের বিপক্ষে পিএসজির একাদশ-

ফর্মেশন – ৪-৩-৩

কোচ – মরিসিও পচ্চেত্তিনি

গোলকিপার – কেইলর নাভাস

ডিফেন্ডার – দিয়ালো, কিম্পেম্বে, কেহরার ও আশরাফ হাকিমি

মিডফিল্ডার – ভেরাত্তি, আন্দ্রে হেরেরা ও জিনি ওয়াইনালদুম

স্ট্রাইকার – নেইমার, কিলিয়ান এম্বাপ্পে ও লিওনেল মেসি/এঞ্জেল ডি মারিয়া।

You May Also Like