Afgan Sport: কাবুল বিমান থেকে পড়ে আফগান ফুটবলারের মৃত্যু

কাবুল বিমানবন্দরে মার্কিন সেনার বিমান থেকে পড়ে আফগানিস্তানের জাতীয় দলের ফুটবলার জাকি আনওয়ারির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার আফগান সংবাদ সংস্থা আরিয়ানার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
a

গত রোববার তালেবান বাহিনী কাবুল দখল করে। পরদিন সোমবার শত শত আফগান দেশ ছেড়ে পালাতে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দররে ভিড় শুরু করেন।
a

প্রাণ বাঁচাতে বিমানের ল্যান্ডিং গিয়ার আঁকড়ে যারা আফগানিস্তান থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন ১৭ বছর বসয়ী ফুটবলারও।
a

আরিয়ানার খবর অনুযায়ী, মার্কিন সেনার বোয়িং সি-১৭ বিমান থেকে পড়ে মৃত্যু হয় জাকি আনওয়ারির। জাতীয় দলের টিনএজার ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আফগানিস্তানের জেনারেল ডিরেক্টর অব স্পোর্টস।

You May Also Like