শারিম আখতারকে মনে আছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে শারিমের কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকার ছবি মিম হিসেবে ব্যবহার করে আসছেন অনেকেই। কয়েকদিন আগেই হংকংয়ের মিম মিউজিয়ামে ঠাঁই পেয়েছিল শারিমের সেই ছবিটি। এবার ইংরেজি শব্দভাণ্ডারের একটি বইয়ে স্থান পেল শারিমের সেই ছবিটি।





টুইটারে শারিম নিজেই এ খবর জানিয়েছেন। ওই বইটিকে ইংরেজি ‘জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে থাকার’ উদাহরণ হিসেবে শারিমের সেই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকার ছবি দেওয়া হয়েছে।





২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া আর পাকিস্তানের মধ্যকার খেলা চলাকালে দলের পারফরম্যান্সে হতাশ হয়ে প্যাভিলিয়নে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন শারিম। তার সেই ছবিটি ভাইরাল হয় নেটমাধ্যমে। এমনকি আইসিসির অফিশিয়াল টুইটার পেজ থেকেও শারিমের ছবি শেয়ার করা হয়েছিল।





এরপর শারিম হয়ে উঠেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশার চিত্র তুলে ধরার প্রতীক। একের পর এক মিমে শারিমের হতাশ হয়ে দাঁড়িয়ে থাকার ছবি ব্যবহার করতে থাকেন নেটিজেনরা। সেই ম্যাচের দুই বছর পার হলেও অনেকেই এখনও তার ছবি দেওয়া মিম শেয়ার করেন।