আফগানদের সঙ্গে মেসির নাম দেওয়ায় সমালোচিত ফরাসি ম্যাগাজিন

তালেবানরা মেয়েদের ফুটবলকে পছন্দ করেনা, তাই নারী ফুটবলাররা বোরখার মধ্যে নিজেদেরকে লুকিয়ে রেখেছেন। সে দেশের মেসিরা নিজেদেরকে আড়াল করছেন। হয়তো এমনটা বোঝাতেই একটা কার্টুন তৈরি করেছে ফরাসি ম্যাগাজিন চার্লি হেবদো।

কিন্তু এই কার্টুন তৈরি করতে গিয়ে বিপত্তি বাঁধিয়ে ফেলেছে ফরাসি ম্যাগাজিন চার্লি হেবদো। আফগানিস্তানের সঙ্গে জড়িয়ে দেওয়া হলো মেসির নাম। ব্যঙ্গ কার্টুন তৈরি করতে গিয়ে আফগানদের সঙ্গে মেসির নাম দেওয়ায় কড়া সমালোচনার মুখে পড়েতে হয়েছে ফরাসি সংবাদমাধ্যমটিকে।

চার্লি হেবদো ব্যঙ্গাত্মক পত্রিকা। বিভিন্ন বিষয় নিয়ে তারা ব্যঙ্গ কার্টুন তৈরি করে। কিন্তু এবার অনেক সমালোচিত হয়েছে তারা।

কার্টুনে দেখা গেছে বোরখা পরা তিনজন আফগান নারীকে। তাঁরা বোরখা পরে রয়েছেন। পেছনে ৩০ নম্বর, আর মেসির নাম লেখা। পিএসজিতে মেসি ৩০ নম্বর জার্সি পেয়েছেন।

কার্টুনের ক্যাপশনে লেখা রয়েছে ‘যতটা ভাবা হয়, তার থেকেও জঘন্য তালেবান’।

You May Also Like