বিশ্বকাপের সেমি ফাইনালে খেলবে বাংলাদেশ : সাকিব

এখন পর্যন্ত কোনো বিশ্বকাপের সেমি ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ দল। বড় আসরে বড় দলগুলোর সাথে টেক্কা দেয়া কিছুটা কঠিন হলেও বর্তমান সময়ে বাংলাদেশ দল আগের চেয়ে অনেকটাই ভারসাম্যপূর্ণ। বিশেষ করে সাম্প্রতিক সময়ে টাইগারদের টি-২০ দলে অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ক্রিকেটাররাও রয়েছেন দুর্দান্ত ফর্মে।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে স্লো উইকেটে বল হাতে জাদু দেখিয়েছেন সাকিব-মুস্তাফিজরা। তাদের সাথে নাসুম কিংবা শরিফুলরাও কম যাননি। তাই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বসতে যাওয়া আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দল অন্তত সেমি ফাইনালে খেলবে বলে আশা প্রকাশ করেছেন সাকিব আল হাসান।

বিশ্বসেরা এই অলরাউন্ডারের মতে এবারের বিশ্বকাপ ও ভারতের মাটিতে হতে যাওয়া ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের বড় সুযোগ রয়েছে। একটি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘’আমার কাছে মনে হয়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে আমাদের ভালো করার সম্ভাবনা বেশি।’’

চলতি বছর টি-২০ বিশ্বকাপ আরব আমিরাতের মাটিতে হলেও ২০২২ সালে বিশ্বকাপের আসর হবে অস্ট্রেলিয়ায়। তাই সেখানের অচেনা কন্ডিশকে টাইগারদের বিশ্বকাপ কিছুটা কঠিন হতে পারে বলেও মনে করছেন সাকিব।

তার ভাষ্য, ‘’এমন না যে ২০২২-র টায় সুযোগ নেই। তবে ২০২২ সালে অস্ট্রেলিয়াতে খেলা হওয়ায় আমাদের জন্য একটু কঠিন হওয়া স্বাভাবিক। সে তুলনায় আরব আমিরাত ও ভারত আমাদের পরিচিত জায়গা। সুতরাং আমাদের জন্য ভালো করার সুযোগ এ দুই বিশ্বকাপে বেশি। সুযোগ একটু বেশি থাকবে।’

সেই ভালোর মাত্রাটা কেমন? কত দূর পর্যন্ত যেতে পারে বাংলাদেশ? সাকিবের উত্তর, ‘’ছন্দে থেকে ভালো ক্রিকেট খেলতে পারলে সেরা চারে যাওয়া অসম্ভব হবে না। আমরা তো এখন পরিণত দল। ক্লিক করলে আরও বেশি কিছুর চিন্তা করা যেতে পারে।’’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলে যেতে পারলে দল কিছুটা সুবিধা পাবে বলে মনে করছেন সাকিব। সেই সাথে জানালেন যেকোনো উইকেটেই খেলা হোক না কেন মানিয়ে নিতে হবে ক্রিকেটারদের।

তিনি আরও বলেন, ‘’টি-টোয়েন্টি যেখানেই খেলা হোক, সাধারণত ভালো উইকেটে খেলা হয়। নিউজিল্যান্ডের সঙ্গে বেটার উইকেটে খেলে যেতে পারলে আমাদের জন্য হয়তো ভালো হবে। তবে এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, তারা কোন উইকেটে বা কী ধরনের উইকেটে খেলে যেতে চায়। যেটাই হোক, আমাদের মানিয়ে নিতে হবে। যেহেতু আমাদের দেশে খেলা, তাই অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই।‘’

You May Also Like