মেসি আসায় ফন্তের প্রস্তাব, হেসে উড়িয়ে দেন রোনালদো

প্যারিস সেন্ট জার্মেই, পিএসজিতে লিওনেল মেসিকে দেখে নিজেদের দলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে আসার প্রস্তাব দিয়েছিলেন তার জাতীয় দলের সতীর্থ এবং লিলের অধিনায়ক জোসে ফন্ত। এই প্রস্তাব হেসে উড়িয়ে দিয়েছেন জুভেন্টাসের পর্তুগীজ তারকা। যা মোটেও প্রত্যাশা করেননি ফন্ত।

ফরাসি লিগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মেইয়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী লিল। এ দলটির কাছেই গতবার লিগ শিরোপা হারিয়েছে নেইমার-এমবাপ্পেরা। ফরাসি সুপার কাপের শিরোপাও এবার হাতছাড়া হয়েছে পিএসজির। লিল যেনো ফরাসি জায়ান্টদের গলার কাটা হিসেবে আবির্ভাব হয়েছে।

স্বপ্নের চ্যাম্পিয়ন লিগের শিরোপা এখনও ছুয়ে দেখা হয়নি পিএসজির। ধারের কাছে গিয়েও ২০১৯-২০ মৌসুমে ফাইনালে চেলসির কাছে হেরে বিদায় নিতে হয়েছে। ব্যর্থতা ঢাকতে চলতি মৌসুমে একাধিক তারকা খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে পিএসজি। আশরাফ হাকিমি, জর্জিনিয়ো উইনালডাম, জিয়ানলুইজি দোন্নারুম্মা, সার্জিও রামোসের পর গত ১০ আগস্ট দুই বছরের চুক্তিতে মেসিকে নিজেদের করে নিয়েছে ২০১৯-২০ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের রানার্সআপরা। তাতেই রাতের ঘুম হারাম হয়েছে লিলের।

এক সাক্ষাৎকারে ফন্ত বলেন, ‘এটা উত্তেজনাকর বিষয়। মেসি পিএসজিতে যোগ দেওয়ায় আমাদের কাজটা কঠিন হয়ে গেছে। লিলে যোগ দেওয়ার জন্য আমি রোনালদোকে টেক্সট করেছিলাম। সে হা..হা..হা জবাবে আমার প্রস্তাব উড়িয়ে দিয়েছে।’

৩৭ বছর বয়সী ডিফেন্ডার মনে করেন, চলতি মৌসুমে দুর্দান্ত লড়াই হতে যাচ্ছে লিল এবং পিএসজির মধ্যে, ‘পিএসজির মেসি, নেইমার, এমবাপ্পে, ডি মারিয়া, সার্জিও রামোস, আশরাফ হাকিমির মতো তারকারা আছে। এই বছর লিগের প্রতিযোগিতা দেখতে আকর্ষণীয় হবে।’

You May Also Like