এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওরাই চ্যাম্পিয়ন হবে: পন্টিং

এখন পর্যন্ত ৫ বার ওয়ানডে বিশ্বকাপ জয় লাভ করেছে অস্ট্রেলিয়া। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত শিরোপা ঘরে তুলতে পারেনি অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১০ সালে ফাইনালে উঠলো ইংল্যান্ডের কাছে শিরোপা হারাতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তবে দীর্ঘ পাঁচ বছর পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

এই টুর্নামেন্টের অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং। বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দলে না থাকা অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স ও গ্লেন ম্যাক্সওয়েল বিশ্বকাপের দলে ফিরেছেন।

এছাড়াও আরব আমিরাতের উইকেটের কথা মাথায় রেখে মিচেল সোয়েপসন, অ্যাশটন অ্যাগার ও অ্যাডাম জাম্পাকে দলে রেখেছে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে এই দলটিকে নিয়ে দারুণ আশাবাদী রিকি পন্টিং। পন্টিং মনে করেন, এই দল নিয়ে বিশ্বকাপ জেতা সম্ভব, ‘সব মিলিয়ে দারুণ সব খেলোয়াড় নিয়ে গড়া হয়েছে এই দল। আমি মনে করি, এই দলের পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রা শুরু হবে আগামী ২৩ অক্টোবর। আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার। সুপার টুয়েলভে এক নম্বর গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া শ্রীলঙ্কা সুপার টুয়েলভে উঠলে অস্ট্রেলিয়ার গ্রুপেই খেলবে। এ ছাড়া স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি কিংবা ওমান এই তিন দলের একটি খেলবে এই গ্রুপে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
রিজার্ভ: ড্যান ক্রিস্টিয়ান, নাথান এলিস ও ড্যানিয়েল স্যামস।

You May Also Like