সম্প্রতি বাংলাদেশ সফরে এসে রাইলি মেরেডিথের ইনজুরিতে সুযোগ পান মূল স্কোয়াডে। ২০ ওভারি ক্রিকেটে অভিষেকও হয়ে যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। অভিষেকে দল হারলেও নাথান এলিস করেন হ্যাটট্রিক। ২৬ বছর বয়সী এলিস জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডেও, যদিও আছেন ট্রাভেলিং রিজার্ভ হিসাবে।





অস্ট্রেলিয়ার গণমাধ্যমের খবর নাথান এলিসকে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর বাকি থাকা অংশে পেতে চাইছে অন্তত ৩ টি ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেটডটকমডটএইউ জানিয়েছে একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বনিবনা হয়েও গেছে এই তরুণের। যদিও নাথান এলিস শেষমেশ আইপিএলে খেলতে পারবেন কিনা তা নির্ভর করবে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপর।





ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সবুজ সংকেত দিলেই কেবল খেলা হবে তার। এদিকে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ট্রাভেলিং রিজার্ভ হিসাবে থাকা নাথান এলিস আইপিএলে দারুণ কিছু করলে সুযোগও পেয়ে যেতে পারেন মূল স্কোয়াডে।