Soumya Sarkar: সৌম্যকে আরও সুযোগ দিতে চান নির্বাচক নান্নু

জিম্বাবুয়েতে টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দাপুটে পারফরম্যান্সে করে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছিলেন সৌম্য সরকার। অথচ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিবর্ণ ছিলেন তিনি। এতটাই হতাশ করেছেন যে নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সরকারের সুযোগ পাওয়া নিয়ে উঠছে প্রশ্নও।

টি-টোয়েন্টি সিরিজে পাঁচ ম্যাচে তিনি করেছেন মাত্র ২৮ রান। তবে কন্ডিশনের দোহাই দিয়ে এই বাঁহাতি ব্যাটসম্যানকে আগলে রাখছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

তিনি বলেন, ‘সৌম্যকে আপনারা এই সিরিজ দিয়ে দেখছেন, কিন্তু তার আগের সিরিজে দুর্দান্ত খেলেছিল। এই সিরিজ সব ব্যাটসম্যানের জন্যই কঠিন ছিল। শুধু সৌম্য একা না। উইকেট স্লো ছিল, ব্যাটসম্যানদের জন্য কঠিন ছিল। নিউজিল্যান্ড সিরিজে সৌম্য সুযোগ পেয়েছে। ইনশাআল্লাহ্‌, আশা করি নিজেকে মেলে ধরতে পারবে।’

সৌম্যকে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে মূল্যায়নের আহবানের পাশাপাশি নান্নুর প্রত্যাশা, নিউজিল্যান্ড সিরিজে নিজেকে মেলে ধরতে পারবেন তিনি। নান্নু বলেন, ‘স্লো উইকেট সবার জন্য সমস্যা। উইকেটটা ব্যাটসম্যানদের জন্য সহজ ছিল না। ধারাবাহিকভাবে ব্যর্থ হলে অবশ্যই একজন খেলোয়াড়ের আত্মবিশ্বাস কমে যায়। যেহেতু ওর আন্তর্জাতিক ক্রিকেটের প্রচুর অভিজ্ঞতা আছে, আশা করি এই সিরিজে কামব্যাক করতে পারবে।’

You May Also Like