World Cup: পরপর তিন বিশ্বকাপ, দলকে নিয়ে আশাবাদী সাকিব

এখনও পর্যন্ত কোনো বিশ্বকাপের সেমিতে ওঠেনি বাংলাদেশ। তবে এবার সম্ভাবনা দেখছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
চলতি বছর আরব আমিরাত ও ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর অস্ট্রেলিয়ায় হবে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৩ সালে ভারতের মাটিতে হবে ওয়ানডে বিশ্বকাপ।

পরপর এই তিন বিশ্বকাপেই সাফল্যের সম্ভাবনা দেখছেন তিনি। তার মতে, এশিয়ার মাটিতে হতে যাওয়া বিশ্বকাপ দুইটিতে বাংলাদেশ দলের সেমিফাইনালে যাওয়া অসম্ভব কিছু নয়।

শীর্ষস্থানীয় এক দৈনিকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘আমার কাছে মনে হয়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে আমাদের ভালো করার সম্ভাবনা বেশি।’ ‘এমন না যে ২০২২-র টায় সুযোগ নেই। তবে ২০২২ সালে অস্ট্রেলিয়াতে খেলা হওয়ায় আমাদের জন্য একটু কঠিন হওয়া স্বাভাবিক। সে তুলনায় আরব আমিরাত ও ভারত আমাদের পরিচিত জায়গা। সুতরাং আমাদের জন্য ভালো করার সুযোগ এ দুই বিশ্বকাপে বেশি। সুযোগ একটু বেশি থাকবে।’

বিশ্বকাপে কত দূর পর্যন্ত যেতে পারে বাংলাদেশ? সাকিবের উত্তর, ‘ছন্দে থেকে ভালো ক্রিকেট খেলতে পারলে সেরা চারে যাওয়া অসম্ভব কিছু নয়। আমরা তো এখন পরিণত দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে রয়েছে পাঁচ ম্যাচের সিরিজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন কন্ডিশন চান সাকিব? উত্তরে তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি যেখানেই খেলা হোক, সাধারণত ভালো উইকেটে খেলা হয়। নিউজিল্যান্ডের সঙ্গে বেটার উইকেটে খেলে যেতে পারলে আমাদের জন্য হয়তো ভালো হবে।’

You May Also Like