ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়েলসের হয়ে খেলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশে রাজস্থান রয়েলস হয়ে আবারো মাঠে নামতে চান মুস্তাফিজ। আইপিএলের পরেই দুবাইয়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।





তাই এই দুই টুর্নামেন্টকে গুরুত্বসহকারে দেখছে মুস্তাফিজ। তবে আইপিএলের খেলার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আইপিএলে ভালো করে বিশ্বকাপেও ভালো কিছু করতে চান মুস্তাফিজুর রহমান। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে মোস্তাফিজ বলেন,





“আমার মনে হয় যে, আইপিএলে খেলাটা আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে অনেক সাহায্য করে। কারণ আপনি সেখানে সব সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলেন। তাই আইপিএলে ভাল করলে জাতীয় দলের পারফর্মেন্স ভাল হয়।”





“আইপিএলে যদি সফল হন, তাহলে অবশ্যই আত্মবিশ্বাস বাড়বে। আমি নিশ্চিত, এবার যদি আইপিএলে ভালো করতে পারি, তাহলে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে খেলতে পারব।”