সকল বাধা বিপত্তি কাটিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন ব্যস্ত সময় পার করলেও এইচপি (বিসিবি হাই পারফরম্যান্স) ও ‘এ’ দলের নেই কোন খেলা। টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে সিনিয়র সাকিব-তামিমরা যখন ব্যস্ত সূচিতে ব্যস্ত তখন জুনিয়র সাকিব (তানজিম সাকিব), তামিমদের (তানজিদ হাসান তামিম) ক্রিকেটের সাথে সম্পৃক্ত রাখতে ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করছে বিসিবি।





সেই লক্ষ্যে দলও ঘোষণা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। বাংলাদেশ ‘এ’ দল ও এইচপি দল নিয়ে ১৯ আগস্ট থেকে ৮ অক্টোবর পর্যন্ত চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি।





এই সময়ে সেপ্টেম্বরে দু’দল ৩ টি ওয়ানডে ২ টি ৪ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। সূচি প্রকাশের সাথে এইচপি স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি। তবে ‘এ’ দলের স্কোয়াড এখনো ঘোষণা করা হয়নি।
জাতীয় দলের সাদা পোশাকের খেলায়াড়দের ‘এ’ দলের স্কোয়াডে থাকার তথ্যটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।





‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করা হবে শীঘ্রই। যেখানে দেখা যেতে পারে জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ওপেনার সাদমান ইসলাম, সাইফ হাসানদের মতো ক্রিকেটারদের। মুমিনুল হক ওয়ানডে ফরমেটে বরাবরি অবহেলিত থাকলেও ‘এ’ দলের হয়ে টেস্ট খেলার সাথে সাথে ওয়ানডে ম্যাচ খেলারও সুযোগ পাচ্ছে।





এ প্রসঙ্গে নান্নু বলেন,
‘ ‘এ’ টিমের স্কোয়াড হবে ১৮ জনের। এখানে লাল বলের ক্রিকেটাররা আছেন। সামনের সপ্তাহে স্কোয়াড দেয়া হবে।’
এইচপি দলে ব্যাটসম্যান হিসেবে আছেন তানজিদ হাসান তামিম পারভেজ ইমন, মুনিম শাহরিয়ার, তৌহিদ হৃদয়ের মতো বিশ্বকাপজয়ী যুবারা।





উইকেটরক্ষক হিসেবে আকবর আলীর সাথে আছে ইমরানুজ্জামান। বোলারদের তালিকায় আছেন বিশ্বকাপজয়ী তানজিম সাকিবদের সাথে রিশাদ, আফ্রিদিরা।
বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াড-
ব্যাটসম্যান- তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন





উইকেটরক্ষক- ইমরানুজ্জামান ইমরান, আকবর আলি
স্পিনার- মিনহাজুল আবেদিন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন
পেসার- শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।





এ দলের বিপক্ষে ম্যাচ-
১ম ওয়ানডে- ২ সেপ্টেম্বর
২য় ওয়ানডে- ৪ সেপ্টেম্বর
৩য় ওয়ানডে- ৬ সেপ্টেম্বর
১ম চারদিনের ম্যাচ- ৯-১২ সেপ্টেম্বর
২য় চারদিনের ম্যাচ- ১৫-১৮ সেপ্টেম্বর।