এতদিন চুপ থাকার পর আইপিএল থেকে সাকিবকে নিয়ে নতুন একটি বার্তা পাঠাল কলকাতা

আইপিএলের ২০২১ আসর আপাতত স্থগিত রয়েছে। কোভিড পরিস্থিতির কারনে মাঝপথে টুর্নামেন্ট থেমে যাওয়ায় সব দলের ক্রিকেটাররা এখন রয়েছেন জাতীয় দলের ডেরায়। যাদের মধ্যে ব্যতিক্রম নন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

চলতি বছরের আইপিএল আসরে নতুন করে পুরনো দলে নাম লেখিয়েছিলেন সাকিব আল হাসান। পাঞ্জাব কিংসের সাথে লড়াই চালিয়ে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স দলে নেয় যাকিবকে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এর আগে কলকাতার শিরোপাজয়ী দলেও ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ফলে তার উপরই আস্থা রয়েছে নাইটদের।
এদিকে আইপিএল বন্ধ হয়ে যাওয়ার পর বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে একাধিক সিরিজ খেলে ফেলেছেন সাকিব আল হাসান।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

সর্বশেষ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। যার কারনে সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছেন সাকিব।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এদিকে অস্ট্রেলিয়া সিরিজে পারফর্ম করে টি-২০ র‍্যাংকিংয়ে উত্থান ঘটেছে সাকিবের। যেখানে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবীকে সরিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাকিব।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

সেই সাথে বোলারদের র‍্যাংকিংয়েও উন্নতি ঘটেছে তার। সেরা টি-২০ বোলারদের তালিকায় সাকিবের বর্তমান অবস্থান ১২ নম্বরে। একই দিনে সাকিবের জন্য সুখবর এসেছে আরও একটি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

চলতি বছরই আইসিসির চালু হওয়া ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারটিও দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে নিজের দখলে নিয়েছেন সাকিব।
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটে-বলে পারফর্ম করে দলকে জেতাতে ভূমিকা রাখায় সাকিবকে নির্বাচিত করা হয়েছে আইসিসির প্লেয়ার অব দ্যা মান্থ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

সাকিবের এমন অর্জনে শুভেচ্ছা জানিয়েছে আইপিএলে তার দল কলকাতা নাইট রাইডার্স। বুধবার (১১ জুলাই) কলকাতা তাদের সত্যায়িত ফেসবুক পেইজে সাকিবের একটি ছবি সংযুক্ত করে। যেখানে ক্যাপশনে লেখা হয়, ”বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসির এক নম্বর টি-২০ অলরাউন্ডার। আইসিসির প্লেয়ার অব দ্যা মান্থ।”

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

সাকিবকে নিয়ে কলকাতার এমন ফেসবুক পোস্টের পর তাকে প্রশংসায় ভাসাচ্ছেন ভক্তরা। বাংলাদেশ এবং ভারত দুই দেশের ভক্তরাই প্রশংসা করেছেন সাকিবের।

You May Also Like