বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ শেষে টি-টোয়েন্টি র্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। আর এই র্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় মোহাম্মদ নবীকে টপকে শীর্ষে উঠে এসেছেন সাকিব আল হাসান। অন্যদিকে টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে ২০ ধাপ এগিয়ে শীর্ষ দশে ঢুকে অবস্থান করে নিয়েছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।





অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিব ছিলেন দুই নম্বরে। তার রেটিং পয়েন্টি ছিল ২৫২। অজিদের বিপক্ষে সিরিজ সেরা হয়ে অর্জন করেছেন ৩৬ পয়েন্ট। আর তাতেই ২৮৬ পয়েন্ট নিয়ে সাকিব এখন শীর্ষে আর ১ পয়েন্ট পিছিয়ে নবী ২৮৫ পয়েন্ট নিয়ে আছেন দ্বিতীয় অবস্থানে।





অন্যদিকে এই সিরিজে দুর্দান্ত বল করে টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে ২০ ধাপ উন্নতি করেছেন মোস্তাফিজ। ৩০তম থেকে উঠে এসে ফিজ এখন অবস্থান করছেন ১০ম স্থানে। এই বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট এখন ৬১৯। ৭৯২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকান তাবরাইজ শামসি।





বোলিং র্যাংকিংয়েও উন্নতি হয়েছেন সাকিবেরও। এই সিরিজ শুরুর আগে তিনি ছিলেন ১৯তম স্থানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭টি উইকেট শিকার করে সাকিব উঠেছেন ১২তম স্থানে। এখন তার রেটিং পয়েন্ট ৬১০।





মাত্র একটি ম্যাচ খেলে ১২ রানে ৩ উইকেট নেওয়া বোলার র্যাংকিংয়ে ২৬ ধাপ উন্নতি ঘটিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন এ ৬৯তম স্থান থেকে উঠে এসেছেন ৪৩তম স্থানে। সাইফউদ্দিনের রেটিং পয়েন্ট ৪৭৯।





র্যাংকিংয়ে সেরা ১০০-তে ঢুকেই নাসুম আহমেদ জায়গা করে নিয়েছেন ৬৬তম স্থানে, রেটিং পয়েন্ট ৪৪০। আর শরিফুল ইসলামের জায়গা হয়েছে ৭৬তম স্থানে।২৯ত
ব্যাটিং র্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে আছেন নাঈম শেখ, ২৯তম স্থানে। দ্বিতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ৩৩তম স্থানে। সৌম্য সরকার, সাকিব আল হাসান ও লিটন দাস আছেন যথাক্রমে ৪৪তম, ৫৩তম ও ৫৬তম স্থানে।
↗️ Jasprit Bumrah is back in the top 10
↗️ James Anderson, Joe Root move upPlayers from England and India make gains in the latest @MRFWorldwide ICC Men's Test Rankings.
Full list: https://t.co/OMjjVx5Mgf pic.twitter.com/z2icdZFYpe
— ICC (@ICC) August 11, 2021