ঢাকা: মিরপুর সাকিবের বলে ঝড় তুললেন অজি ব্যাটসম্যান ড্যানয়েল ক্রিস্টিয়ান। এক ওভারে ৫ ছক্কায় সাকিবের ওভারে ক্রিস্টিয়ান তুলেছেন ৩০ রান।





ছক্কার সবগুলো বল একেবারে ব্যাটের সামনে পান ক্রিস্টিয়ান। যে একটি বল মিস করেছেন, সেটিও ফুললেংথেই ছিল। তবে টার্ন করে বেরিয়ে যাওয়া সে বলে ব্যাট লাগাতে পারেননি ক্রিস্টিয়ান।





এই খরুচে ওভার দিয়ে সাকিব ছুঁলেন নিজের রেকর্ডই। এর আগে ২০১৯ সালে রায়ান বার্ল এ মাঠেই সাকিবের এক ওভারে তুলেছিলেন ৩০ রানই।





তবে সেবার অবশ্য তিন ছক্কার সঙ্গে হয়েছিল তিনটি চার। ফলে ক্যারিয়ারে এক ওভারে পাঁচটি ছয় সাকিবের ওভারে এল এই প্রথম।