স্বপ্নের ফাইনালে মুখোমুখি ব্রাজিল-স্পেন; জেনে নিন কবে ও কখন

টোকিও অলিম্পিক ২০২০ এর ফুটবল ইভেন্টের ফাইনালে উত্তীর্ণ হয়েছে দুই পরাশক্তি ব্রাজিল ও স্পেন। স্বপ্নের ফাইনালে স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে আগামী ৭ আগস্ট মাঠে নামবে দুই দল।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

সেমিফাইনালের লড়াইয়ে মঙ্গলবার (৩ আগস্ট ২০২১) মেক্সিকোকে পরাজিত করে ব্রাজিল। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে শুরু হয় অতিরিক্ত ৩০ মিনিটের লড়াই। যেখানেও গোলের দেখা পায়নি কোন দল।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ফলে ম্যাচ গড়ায় ভাগ্যনির্ধারণী পদ্ধতি টাইব্রেকারে। যেখানে মেক্সিকোকে ১-৪ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালের টিকেট হতে পায় গত অলিম্পিকের স্বর্ণজয়ীরা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে জাপানকে হারিয়েছে স্পেন। এই ম্যাচেও নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হয়। অতিরিক্ত সময়ের ১১৫তম মিনিটে করা মার্কো এসেন্সিওর গোলে জয় তুলে নেয় স্প্যানিশর

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ব্রোঞ্জ পদকের ম্যাচে আগামী ৬ আগস্ট বিকাল ৫টায় জাপান লড়বে মেক্সিকোর বিপক্ষে। অপরদিকে স্বর্ণ পদক নির্ধারণী ম্যাচে তার পরের দিন অর্থ্যাৎ ৭ আগস্ট বিকাল সাড়ে পাঁচটায় টোকিওর আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল-স্পেন।