সিরিজ শুরুর আগে করোনাভাইরাসের জন্য এক ম্যাচ ছাটাই। পাঁচ থেকে চারে নেমে আসা টি-টোয়েন্টি সিরিজের আবার প্রথম ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ালেও তৃতীয় ম্যাচ আবার ভেসে গেল বৃষ্টিতে।





গতকাল রাতে বৃষ্টিতে ভেসে গেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ম্যাচটি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে মাঠে গড়িয়েছে মাত্র ৮টি বল। এরপর থেকে পুরো মাঠ ও ম্যাচের দখল নিয়ে নেয় বৃষ্টি। সম্ভব হয়নি আর খেলা চালিয়ে নেয়া।





বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আগে টস জিতে ব্যাট করতে নেমেছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ৮ বল থেকে ১৫ রান তুলে নেয় তারা। দুই ছয়ের মারে ৬ বলে ১৪ রান করেন আন্দ্রে ফ্লেচার। এভিন লুইস অপরাজিত থাকেন ১ রানে।





এর আগে সিরিজের প্রথম ম্যাচটিও ভেসে যায় বৃষ্টিতে।
আর দ্বিতীয় ম্যাচে ৭ রানের জয়ে সিরিজে এগিয়ে রয়েছে সফরকারী পাকিস্তান।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
Match abandoned! 😔
Next match: Tues 3rd Aug
Same 🕙 / Same 🏟 #WIvPAK #MissionMaroon pic.twitter.com/GFoGPBo6al— Windies Cricket (@windiescricket) August 1, 2021