প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছেন তামিম ইকবাল এবং নাঈম শেখ

জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছে দুই ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল এবং মোহাম্মদ নাঈম শেখ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে বিনা উইকেটে ৪৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তামিম ইকবাল ১৯ মোহাম্মদ নাঈম ১৯ রান করে অপরাজিত রয়েছেন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

প্রস্তুতি ম্যাচের পর আগামী ১৬ জুলাই প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে এবং বাংলাদেশ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ এবং ২০ জুলাই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১:৩০ মিনিটে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আইসিসি সুপার লিগের অংশ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। ২৩, ২৫ এবং ২৭ জুলাই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচ গুলি। টি-টোয়েন্টি ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল ৪:৩০ মিনিটে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

জিম্বাবুয়ে একাদশ : ফারাজ আকরাম (অধিনায়ক), রায়ান বার্ল, সিকান্দার রাজা, চামু চিভাভা, টেন্ডাই চিসোরো, তনাকা চিভাঙ্গা, তিনাশে কামুনহাকামওয়ে, ওয়েসলি মাধেভের, টিমিসিন মারুমা, তাদিওয়ানশে মারুমণি, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামী,‌ভিক্টর নয়াচি, ডিওন মাইয়ার্স

You May Also Like