ইংল্যান্ডকে হারিয়ে এবারের ইউরোর শিরোপা জিতেছে ইতালি। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে, যেখানে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে শেষ হাসি হাসে ইতালি।





আসুন দেখে নেওয়া যাক ইউরোর পুরস্কারগুলো উঠলো কার কার হাতে:





এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছে ইতালি, রানার্সআপ ইংল্যান্ড। পুরো টুর্নামেন্ট জুড়ে ইতালির গোলবার দুর্দান্ত নৈপুণ্যে সামলানোর স্বীকৃতিস্বরূপ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জিয়ানলুইজি ডোনারুম্মা। সেই সাথে সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতেছেন এই তরুণ।
🚫 3 clean sheets, 9 saves
😮 Semi-finals penalty shoot-out hero
😱 Final penalty shoot-out heroUEFA's team of Technical Observers have named Italy goalkeeper Gianluigi Donnarumma as their Player of the Tournament 🇮🇹👏#EURO2020 | #ITA pic.twitter.com/HWGnaHLGkK
— UEFA EURO 2024 (@EURO2024) July 11, 2021
ফাইনালের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ইতালিয়ান ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি।
ইউরো ২০২০ এর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয় রাউন্ড থেকে তার দল পর্তুগাল বিদায় নিলেও ৫ গোল করে ঠিকই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরারের পুরস্কার বাগিয়ে নিলেন সিআরসেভেন।
🔝 5 goals in 4 games…
🇵🇹 Portugal forward Cristiano Ronaldo = EURO 2020 Alipay Top Scorer 👏#EUROTopScorer | @Alipay pic.twitter.com/OU9rLeSbjI
— UEFA EURO 2024 (@EURO2024) July 11, 2021
সেরা উদীয়মান ফুটবলার নির্বাচিত হয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি গঞ্জালেজ।





🗣️ Luis Enrique: "What Pedri has done in this tournament, at 18, no one has done. Not even Andrés Iniesta did that; it's incredible, unique."
UEFA's team of Technical Observers have named Pedri as their Young Player of the Tournament 🇪🇸👏#EURO2020 | #ESP pic.twitter.com/NDwfFoXt2O
— UEFA EURO 2024 (@EURO2024) July 11, 2021