২০১৪ বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনা উঠেছিল ফাইনালে। প্রানপন লড়াই করেও সেই ফাইনালে জার্মানীর কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তাদের।
এরপর দুটি কোপা আমেরিকাতে টানা ফাইনাল খেলে আর্জেন্টিনা। কিন্তু প্রতিবারই তাদের জমদূত হয়ে আসে চিলি। দুইবারই চিলির কাছে হারতে হয় মেসিকে।
এবার আরও একবার ফাইনাল। কোপা আমেরিকার এবারের আসরে লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামবে নেইমারের ব্রাজিল। ফর্মের তুঙ্গে থাকা ব্রাজিলিয়ানদের দিয়েই কি তাহলে মেসির শিরোপাক্ষরা কাটাবে?