জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। এ ম্যাচে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তাসকিন আহমেদ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৩৯৫ রান।





গারাভার বলে এক রান নিয়ে ফিফটি পূরণ করেন তাসকিন। এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। আগের সাত ম্যাচে ১৩ ইনিংসে সব মিলিয়ে তার রান ছিল মাত্র ৮১। সর্বোচ্চ ছিল ৩৩।





তার ফিফটির আগে রয় কাইয়ার বলে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির স্বাদ পান মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘদিন পর দলে ফিরে সুযোগটা খুব ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি।





এদিনে অন্যরকম আরেকটি ঘটনার জন্ম দিয়েছেন তাসকিন। ইনিংসের ৮৫ তম ওভারের চতুর্থ বলে মুজারাবানির বাউন্সার ছেড়ে দেন তিনি। এরপরই হাত দিয়ে কিছুটা নাচার মতো অঙ্গভঙ্গি করেন এই ব্যাটসম্যান।
তবে তাসকিনের নাচ মুজারাবানির পছন্দ হয়নি। ফলে এগিয়ে এসে শুরু করেন ঝগড়া। অবশ্য তাসকিনও ছাড় দেননি। একদম মুখে মুখে শাসিয়ে দেন মুজারাবানিকে।





এর আগে ৮ উইকেটে ২৯৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ। মুজারাবানির বলে লেগ বাই চারে দলীয় ৩০০ রান পূরণ হয় বাংলাদেশের।