টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়ক রাশিদ খান

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার আর বাছাইপর্ব খেলতে হবে না আফগানিস্তানকে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

গ্রুপ বি-তে সরাসরি তারা খেলবে সুপার লিগ রাউন্ডে। সেখানে তাদের প্রতিপক্ষ রয়েছে ভারত, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মত বড় দল গুলি। তাই গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টকে সামনে রেখে আফগানিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার রাশিদ খানকে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

গতকাল আফগানিস্টান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লীগে অনেক জনপ্রিয় রাশিদ খান। শুধু তাই নয় এই মুহূর্তে আফগানিস্থানের সেরা ক্রিকেটার তিনি। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে তিনি দুই নম্বর বোলার।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

সবকিছু বিবেচনায় ২২ বছর বয়সী এই লেগস্পিনারকেই অধিনায়কের গুরুদায়িত্ব বুঝিয়ে দিয়েছে এসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান দলের সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে নাজিবুল্লাহ জাদরানকে।

You May Also Like