দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেলো লিওনেল মেসির দল আর্জেন্টিনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ নেইমারদের স্বাগতিক ব্রাজিল।





কোপা আমেরিকা-২০২১ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ জুলাই রবিবার বাংলাদেশ সময় সকাল ৬ টায়।
খেলাটি সরাসরি দেখাবে সনি স্পোর্টস চ্যানেল।





উল্লেখ্য, ২০০৭ সালে শেষবার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেবার ব্রাজিল ৩-০ গোলের জয় পায়।





২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালেও ব্রাজিল আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে দেয়। তবে এখন পর্যন্ত ১৪বার কোপা আমেরিকার সর্বোচ্চ শিরোপা জিতেছে আর্জেন্টিনা, ৯ বার জিতেছে ব্রাজিল।
LA FINAL QUE HARÁ VIBRAR AL CONTINENTE
🇧🇷 Brasil 🏆 Argentina 🇦🇷
¿Quién es tu candidato?
A FINAL QUE FARÁ VIBRAR O CONTINENTE
🇧🇷 Brasil 🏆 Argentina 🇦🇷
Quem é seu favorito? #VibraElContinente #VibraOContinente #CopaAmérica pic.twitter.com/nHtXN1X0Hz
— Copa América (@CopaAmerica) July 7, 2021